আজই শুরু করুন গাছ লাগানো
আপনি আজই শুরু করতে পারেন গাছ লাগানো
আজই শুরু করুন গাছ লাগানো
এক গাছ লাগানো, দশ জীবন বাঁচানো, প্রকৃতির ভারসাম্য, আমরা রক্ষা করবো।
ছাদে অথবা টপে গাছ লাগাতে যা আপনাকে করতে হবেঃ
► উপযুক্ত স্থান থেকে মাটি সংগ্রহ করতে হবে।
► মাটিকে কড়া রোদে ৪-৫ দিন শুখাতে হবে।
► মাটিকে ঝুরঝুরা করে ম্য্যনকোজেব গ্রুপের ছত্রাক নাশক (১ গ্রাম ১ লিটার পানির সাথে)
মাটির উপর স্প্রে করতে হবে, এর পর স্প্রে করা মাটি ৩-৪ দিন শুখাতে দিতে হবে।
► ৩-৪ দিন পর মাটির সাথে পঞ্চাশ ভাগ জৈব সার, ১০-২০ ভাগ রাসায়নিক সার
প্রাথমিক অবস্থায় ব্যাবহার করতে হবে।
► জৈব এবং রাসায়নিক সার ভালোভাবে মিশ্রণ করে ঐ মাটি ৫-৭ দিন রেখে দিবেন।
► টপে মাটি স্থাপনের আগে টপকে জিবানো মুক্ত করতে হবে(Savlon মিশ্রিত পানি অথবা Hexisol দিয়ে)
টপে মাটি স্থাপনের এবং গাছ লাগানোর নিয়মঃ
আমাদের টপকে ৫ টি লেয়ারে ভাগ করতে হবে
১ম লেয়ারেঃ কংকর গুড়া নিচের অংশে ১%
২য় লেয়ারেঃ সবজির অবশিষ্ট অংশ ৩%
৩য় লেয়ারেঃ মাটি ২%
৪র্থ লেয়ারেঃ জৈব সার ১%
৫ম লেয়ারেঃ মাটি ৩%
চারা লাগানোর প্রসেসঃ
♦ চারার মাটি যে label থাকবে লাগানোর সময় তখন সে label থাকবে।
♦ প্যাকেটের বীজ আগে ১ ঘন্টা রোদে শুখাতে হবে।
♦ বীজের ক্ষেত্রে ছিটিয়ে দিলে এর উপর মাটি ছিটিয়ে দিতে হবে, এর উপর
হালকা পানি দিতে হবে।
জমিতে লাগানোর প্রসেসঃ
♦ মাটিকে প্রথমে ২ বার চাষ দিতে হবে।
♦ ৩য় বার চাষের ক্ষেত্রে মাটির সাথে ৫০% জৈব সার + ৩০%
রাসায়নিক সার এবং এর সাথে কারবোফুরান 5G মিক্স করবেন
যাতে মাটির ক্ষতিকারক পোকামাকড় ফসলের ক্ষতি না করে।
♦ ৩য় চাষের ৬-৭ দিন পর গাছ লাগাবেন।