বেগুন চাষের জন্য উর্বর জমি হতে হবে, দো-আঁশ, এটেল দো-আঁশ ও পলি মাটিতে বেগুনের ফলন ভালো হয়।
যে জমিতে বৃষ্টির পানি জমে থাকে না ও সবসময় আলো-বাতাস পায় এমন জমি নির্বাচন করতে হবে।
জমি তৈরি করার জন্য ৪-৫ টি চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝুরা করতে হবে।
গাছের পরিচর্যা:
বেগুন চাষের জমিতে যতটুকু সম্ভব জৈব সার দিয়ে জমি প্রস্তুত করতে হবে।
সার প্রয়োগ:
১ম – প্রথম জমি চাষে ৩ কেজি ঢলো চুন।
২য়, চাষে গোবর।
৩য়, চাষে যা যা দিবেন টি.এস.পি, খইল, , বোরন, ভালো কোম্পানির দানাদার কীটনাশক, পটাশ সার সহ সব উপকরণ ভালো করে মিক্সড করে জমিতে প্রয়োগ করে চাষ দিয়ে ৪ দিন রেখে দিবেন।
কীটনাশক
পোকাখাওয়া পাতা বা নষ্ট হয়ে যাওয়া পাতা সবগুলোই কেটে ফেলে দিতে হবে
পিপঁড়া, উরচুঙ্গা, উইপোকা এবং পাতাছিদ্রকারী পোকার আক্রমণ দেখা যায়। আক্রমণ হলে আক্রান্ত গাছ তুলে ফেলতে হয়।
গাছের পাতায় পোকা ধরলে প্রথমেই যে কাজটি করতে হবে সেটি হল পোকাখাওয়া পাতাগুলোকে কেটে ফেলে দিতে হবে