মুলা চাষ ও পরিচর্যা
জমি তৈরি:
- ছাদ বাগানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সঠিকভাবে মাটি প্রস্তুত করা।
- ছাদে মুলা চাষের জন্য ইট দিয়ে তৈরী বেড হলে ভাল হয়
- বেড না থাকলে বড় সিমেন্টের তৈরী টব বা হাফ ড্রামেও এর চাষ সম্ভব । ২ ফুট বাই ২ ফুট সিমেন্টের তৈরী
গাছের পরিচর্যা:
- চারা একটু বড় হলে অল্প অল্প পানি দিতে হবে
- টবের মাটি ৭ দিন পর পর নিড়ানি দিয়ে আলগা করে দিতে হবে
সার প্রয়োগ:
- টবের জন্য ২ ভাগ মাটির সাথে ১ ভাগ গোবর, ১০ গ্রাম টিএসপি এবং ১০ গ্রাম পটাশ সার মিশ্রিত করে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে ১২-১৫ দিন
- মাটি কিছুটা শুকিয়ে এলে একটু ঝুরঝুরে করে তাতে মুলার বীজ বপন করতে হবে
জৈব কীটনাশক
- পোকাখাওয়া পাতা বা নষ্ট হয়ে যাওয়া পাতা সবগুলোই কেটে ফেলে দিতে হবে
- পিপঁড়া, উরচুঙ্গা, উইপোকা এবং পাতাছিদ্রকারী পোকার আক্রমণ দেখা যায়। আক্রমণ হলে আক্রান্ত গাছ তুলে ফেলতে হয়।
- গাছের পাতায় পোকা ধরলে প্রথমেই যে কাজটি করতে হবে সেটি হল পোকাখাওয়া পাতাগুলোকে কেটে ফেলে দিতে হবে
- ভিনেগার ও তরল সাবান দিয়ে তৈরি জৈব কীটনাশক
- নিম জৈব কীটনাশক তৈরি করতে পারেন
×