শিম গাছে যখন একটু বড় হবে তখন গাছের জন্য সাপোর্ট দিতে হবে
আগাছা পরিষ্কার করে দিতে হবে গাছের গোড়ায়
একটি নিড়ানি দিয়ে সিম গাছের গোড়ার মাটি টা কি একটু আলগা করে দিতে হবে দর্শক এই কাজটি খুব সতর্কভাবে করতে হবে
গাছের গোড়ায় মালচিং
দিনে অন্তত 5 থেকে 6 ঘন্টা সূর্যের আলো থাকে
সূর্যের আলোতে সিম গাছ লাগালে গাছে পোকা হওয়ার সম্ভাবনা কম থাকবে
মাটি সরে গিয়ে যদি শিকড় বের হয়ে আসে তাহলে শিম গাছের গোড়ায় মাটি দিয়ে দিবেন
জৈব কীটনাশক
পোকাখাওয়া পাতা বা নষ্ট হয়ে যাওয়া পাতা সবগুলোই কেটে ফেলে দিতে হবে
গাছের নিচের পাতাগুলোকে কেটে রাখলে গাছটা নিচের দিকে পরিষ্কার থাকবে গাছের নিচে পরিষ্কার থাকলে আমাদের পরিচর্যা করতে সুবিধা হবে অন্যদিকে নিচের দিকে পরিষ্কার থাকার কারণে সঠিকভাবে আলো-বাতাস পাস হতে পারবে নিচের দিকের পাতা কেটে রাখার আরেকটি উদ্দেশ্য হলো গাছের যখনপোকা ধরে নিচের দিকে পাতাগুলোতে পোকা ধরে আগে
গাছের পাতায় পোকা ধরলে প্রথমেই যে কাজটি করতে হবে সেটি হল পোকাখাওয়া পাতাগুলোকে কেটে ফেলে দিতে হবে
ভিনেগার ও তরল সাবান দিয়ে তৈরি জৈব কীটনাশক
নিম জৈব কীটনাশক তৈরি করতে পারেন
গাছের পাতা হলুদ
পরিমিত পানি দিতে হবে
পুষ্টির অভাব হলে শিম গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে