1) পটাশ সার উদ্ভিদ কোষের ভেদ্যতা রক্ষা করে,
২) রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়,
৩) গাছের কাঠামো শক্ত করে,
৪) উদ্ভিদ শ্বেতসার বা দ্রব্য স্থানান্তরে বা পরিবহনে সহায়তা করে,
৫) লৌহ ও ম্যাংগানিজের কার্যকারিতা বাড়ায়।,
৬) গাছের ফুল ঝড়ে পড়া কমায়,
৭) উদ্ভিদের জন্য আমিষ উৎপাদনে সাহায্য করে
পটাশ সার ব্যবহারের নিয়মাবলী:
১)এই সার পানিতে মিশেয়ে অথবা গাছের গোড়ার চারপাশে ছিটিয়ে ব্যবহার করা যায় ।
২)টবের চারা গাছের জন্য ১ চা চামচ পটাশ সার এবং টবের বড় গাছের জন্য ২ চা চামচ পটাশ সার ব্যবহার করা যায় ।
৩)টবের গাছ ব্যতীত, মাটিতে লাগানো অন্যান্য বড় গাছের জন্য ৩-৪ চা চামচ পরিমাণ সার ব্যবহার করা যায় ।
৪)প্রতি ৯০-১০০ দিন পর পর পটাশ সার ব্যবহার করা যায় ।